তুমি আমার হওনি—তবু যেন এ এক মহাসৌভাগ্যের গল্প,
তুমি আমার হলে যদি নিশ্বাসের মতো মিশে যেতে হৃদয়ের ভেতরে, তবু কি হৃদয় অক্ষত থাকত অল্প?

তোমার হাসি যদি সারাটি জীবনকে আলোকিত করত, সেই আলো হয়তো হারিয়ে যেত বিষাদের গভীর স্রোতে, আর অশ্রুর আলোকেই মুছে যেত জীবনের সমস্ত মায়ার কল্প।

তোমার ছায়ায় আঁকা সুখের নীড় হয়তো ভেঙে যেত, বিরহের ঝড় এসে উড়িয়ে নিয়ে যেত শান্তির প্রেম সুর। ভোরের আলোয় ফুটত না জীবনের কোমল ফুল, তোমার স্পর্শে আঁধার ছড়িয়ে যেত নিঃশব্দে বহুদূর।

তুমি আমার হওনি—এতেই যেন আমার মুক্তি,
বসন্তের ফুল ঝরে না বিষাদের ঘুর্ণিঝড়ে,
তোমার বাঁধনে বাঁধা পড়ে থাকেনি এই জীবন,
কোকিলের গান থামেনি নিঃসঙ্গতার হাহাকারে।

তোমার চোখে দেখিনি বিরহের ক্লান্তি,
তোমার কণ্ঠে শুনিনি শূন্যতার ব্যথা।
তুমি আমার হওনি—তাই তো আজ আমি ধন্য, প্রভাতের সুরে ভেসে চলি আর শুনি মুক্তির কথা।