তোমার পরশ অমৃত রস, সে রসে মন ভরে না।।
তাইতো আমি সর্বহারা, তোমার পূজা হলো না।


তোমা হতে সৃজিত আমি
তব ফুল হারা হইলাম ভ্রমি।
কাম-বাতাসের তুফানেতে হারাইলাম তব ভাবনা

সরস্বতী দুর্গা কালী
হতে চাই মা তব বলী
পেতে চাই তোর ফুলের সুভাষ হেরিতে তব চেতনা

রুহুল বলে ধরে  চরণ
মা হয়ে কেন করলে না বারণ
পিতৃধন হতো না হরণ পূনর্জনম আর হতো না