তব নির্দা প্রহরে ঐ দ্বারে দাড়িয়ে কুহুকের কন্ঠে ডাক দিয়া ওঠে সে,
তাহার আখিঁ পানে সহসা ভাঁসিয়া ওঠে মনোকুন্জের গোপন র্বাতা ।
আকুল কন্ঠে সুধায় আমারে, 'বাজে কি বীনা তোমার ঐ মনের গহীনে' ?
শীতল বাতাসের ন্যায় হৃদয় মাঝে কম্পন জাগে মোর ।
তবু সহসা মুখ ফিরায়ে তাহারে বলি 'কেন বা শুনিতে চাও বেসুরা এ বীনার ধ্বনি'  
নীরবে পায়ে ঝংকার তুলে এগিয়ে আসে মোর কাছে,
ব্যার্থ শরীরে হাত রাখিয়া কয়, 'দুজন মিলিয়া শুধরে নেবো সে বেসুরা বীনার ধ্বনি' ।