প্রতিদিন যখন সকাল বেলা উঠি
বাড়ির পার্শ্বেদ বাগানে ,ফুলের দুলনা
দেখে মনটা মুগ্ধ হতো
দিনের প্রথম প্রহর কি সুন্দর কাঠতো।
সকাল বেলা ঝলমল রোদে
ঝিকিমিকি করতো ফুল গুলি
হালকা একটু বাতাসে ফুলের দুলনা
কি সুন্দর নাই লাগতো।
তাদের সৌন্দর্য দেখে ভ্রমনরা
কি সুন্দর গান করত
গান গেয়ে গেয়ে ফুলকে মুগ্ধ করে দিত
মুগ্ধ হয়ে ফুল,,,,,,
নিজ মধু দেয় ,ভ্রমণকে আনন্দিত মনে।
কি সুন্দর মন মোহন সেই দৃশ্য
দেখে মনটা মুগ্ধ হত।