পূর্ণিমা/তোমার কারনে

ওই পূর্ণিমা তুমি কি বলতে পার
কেন আমার মন,তোমার প্রতি এত আকর্ষ হই
কেন আমার হৃদয়ের মাঝখানে,তোমার ছবি
যতই ভুলার চেস্ট টা করি
ভুলতে পারি না তোমায়
বার বার কেন এই বুকের মাঝে
একি ঘন্টা  বেজে ওঠে আমার বুকে
মন শুধু চায় তোমার কাছে ছুটে যেতে
চায় শুধু একটু ভালবাসা,আর কিছুনা
যখন আমার দুচোখের পাতাই অক্রে অসে ঘুম
তখুন যেন আমার মনে কি হয়ে যাই
আমি ঘুমকে প্রশ্ন করি
ঘুম তুমি যেন
আমার দুচোখের পাতায়
আর যেন কোনো দিন আসনা
তাই পূর্ণিমা তোমাকে বলছি যে
তোমার কারনে এমুন টা হই
কেন বলতে পার তুমি পূর্ণিমা।