পথ চল ,পথ চল
নাই যে তার শেষ ।
পথের শেষে খুঁজে পাবে
স্বপনের এক দেশ।
ওই দেখো দূর আকাশে,
কি সুন্দর মেঘের দেশ ।
ইচ্ছে জাগে মনে
যাব সেই দেশ ।
হীন তার পরিচয়
নাই যে মোদের বুকে।
বুকে বল,মনে জোর
নিয়ে চলবো এই পথ ।
চলতে চলতে কে চাহে পিছু
যে শক্তি হীন সেই চাহে।
যদি এগিয়ে যেতে হয়
তবে তুমি তাকায় না পিছু ।
পথের শেষে পাবো মোরা
এক সুন্দর স্বপনের দেশ।
সেই দেশেতে যাবো মোরা
আর কি চাওয়ার আছে।