নতুন বছর নতুন দিনে
বাঁচবো মোরা নতুন করে
এসো মোরা একসাথে গড়ি 2021 কে
ভাবনা কে দূরে ফেলে
দুঃখ কে ছুড়ে দিয়ে
এসো সবাই একসাথে
সাজাই 2021 কে