যখন আমি নিরাকার ভাবে থাকতাম
সবাই কে দেখে হিংসে করতাম ।
ভাবতাম যে মাতৃ গর্ভে সে কত সুখে আছে
তা দেখে আমার ইচ্ছে করে
যে মাতৃগর্ভের সুখ অনুভব করবো ।
কয়েক দিন মাতৃগর্ভে থাকার পর
মনে হল.... যে
মাতৃগর্ভে সেই সুখ নাই ।
যে সুখ মাতৃকোলে আছে
তার কাছে সব সুখ হার মানে ।
আমার মনে বড় ইচ্ছে হয় ।
এই অন্ধকার থেকে বেরিয়ে
মাতৃকোলের সেই সুখ অনুভব করি ।
পরে মনে হল...যে
মাতৃকোলে মনে হয় সেই সুখ নাই
যে সুখ পৃথিবীর বুকে আছে ।
নিজের ইচ্ছে মতো চলবো
কিছু হলে মা জোট করে কোলে তুলবে ।
মনে বড় ইচ্ছে হয়
তা থেকে বিরক্ত হয়ে চলতে শেখা ।
আর যখন চলতে চলতেবিরক্ত হতাম
তখন মনে মনে ভাবতাম ,যে
আমি নিরাকার জগতেই ঠিক ছিলাম ।
আজ মনে বড় ইচ্ছে জাগে ,যে
আমি সেই নিরাকার জগতে যাবো ।
তমার আসল সুখ কথাই