ওরে আমার বিরহী পাখি,কোথা হতে ধরা দিলি।
কোন আকাশে এত দিন ,ছিলে আমায় ছেড়ে পাখি।
তোমায় নিয়ে মন যে আমার ,চাই  উড়িতে মন।
কত স্বপ্ন দেখে মনে , কত স্মৃতি আখে মনে।
ওরে আমার বিরহী পাখি, এলাম ছেড়ে তোমায় আমি।
কত কষ্ট ,কত যন্ত্রনা, নিয়ে এলাম আমি ।
দেখতে দেখতে দিন কেটে যায়, এগিয়ে আসে মিলনের সময়।
আর দেরি নয় ,আর দেরি নয়, কাটিবে বিরহ সময়
                      আর কিছু দিন পর।
কথা হতে এল এই ক্ষণিক সময়, পারিনা আর সহ্য করিতে এখন।
মিলনের যন্ত্রনা বাড়ে বুকে ,মন চায় ছুটে যেতে।
পাখির তোমার কাছে , বিরহ দিন কবে কাটিবে
মন যে মানে না আর ।
যা রে বাতাস বয়ে যা,আমার ভালোবাসার কাছে।
জানিয়ে দিয়ে আই, নিয়ে আই খবর।
আর দেরি নয় বিরহ সময়।
ওরে বাতাস কথা হতে এলি,নিয়ে এলি কি খবর।
বলে যা, আমার প্রিয় তমেরে বার্তা,।
নিয়ে যা....
জানিয়ে দিয়ে আই ওরে বাতাস,আমার মনের বেদনা।
সই না আর বিরহ বেদনা ,আর দেরি নয়, আর দেরি নয়
এবার ফিরে আই।
বিরহ বেদনায় মর্মর আমি ,থাকবো কি করে আজ।
আর কত দিন এভাবে, কাটবে দিন আমার।
আই রে ফিরে আই, আমার প্রিয়তম বিরহী পাখি।।
                                                   7586946842