ওরে আমার মানব জীব , আই রে এক বার এগিয়ে আই |
দেখে যা এই পৃথিবীর রূপ, দেখে মুগ্ধ হবি মন ভরিবে |
পৃথিবীর চার দিকটা , এক বার ঘুরে আই |
দেখে যা এক বার ,এই পৃথিবীকে |
ভালোবাসায় দেবে ভরিয়ে, |
তাদের ভালোবাসায় ,মুগ্ধ হয়ে, হারাবি মানবের মাঝে |
যত দুঃখ থাক না কেন ,সব দুঃখ দেবে ছড়িয়ে |
দেখে যা ওরে আমার মানব জীব ,এই পৃথিবীর রূপকে | 5