ভোরের সকালে পাখি ডাকে
শুনবি কে কে আই ।
ভোর হয়েছে ভোর হয়েছে
কেউ জানে না আর ।
গান গেয়ে গেয়ে
জানিয়ে দিয়ে যাই ।
ভোর হয়েছে ভোর হয়েছে
এক বার বেরিয়ে আই ।
ওই দেখো.......
দূর আকাশে সোনালী রোদ
আলোকিত করেছে , এই ভুবন ।
কেন তবে অন্ধ কারে , আছ লুকিয়ে ?
বেরিয়ে আই ,দেখে যা এই ভুবনটা কে ।
পাখি গান করে ,প্রজাপতি আকাশে উড়ে ।
নানা ফুলে ভরেছে এই গগন ।
ভোর হয়েছে ভোর হয়েছে
কেউ জানে না আর ।