আকাশের পাখিকে উড়ে গেলাম ধরিতে
মনে আশা নিয়ে পাখির সাথে উড়ে যাব
এই খোলা আকাশেতে , তুমি যদি দাও ধরা
এক সাথে উড়ে যাব মোরা ইচ্ছে মতো ডানা মেলাবো
ইচ্ছে মতো উড়ে যাব যাগছে মনে আমার আশা
তাই তো ডাকি পাখিরে তোমাই ধরার আশা দিয়ে পাখি
কেন দিলে আমায় ফাখি যাও কেনো চলে তুমি
যদি ধরা নাই বা দেবে কেন তবে আশা দিলে
আমার মনে দিলে বেথা বুঝলে না মনের কথা
যদি আমি জানতাম তবে কখনো উড়িতাম না
দেখা দিয়ে গেলে চলে অরে আমার পরান পাখি
তাইতো হলাম হতাশ আমি
তুমি আমি হতাম যদি পাখি মোরা উড়ে যেতাম আজি
দিয়ে সবাই কে ফাখি