ওরে আমার বাঙালির জীব,
আজ তোরা কত দূরে ।
সব দুঃখ কষ্ট ছেড়ে আই,
দেখে যা মাকে।
মন মোহন মায়ের রূপ,
আজ এলো তোমাদের মাঝে।
নানা বছর নানা রূপ নিয়ে,
দেখবি যদি এগিয়ে আই
ওরে আমার বাঙালির জীব।
আনন্দ মাখানো মায়ের বাড়ি,
মা যে সবার দিকে পাহি।
নাই কো কোনো জাতের ভেদা ভেদ
মায়ের দুয়ারে সবাই এক।
আর দেরি নয় ,এবার আই ফিরে,
দেখে যা একবার মাকে।
ওরে আমার বঙালির জীব,
আজ তোরা কত দূরে।