তুমি দেবীর পূজা করো, কিংবা পড়ো নামাজ,
তোমার বেশভূষায় পূজারী কিংবা হোক মোল্লার সাজ!
তোমাতে স্রষ্টা আছে কিনা তা তো জানে না কেহ,
তোমার কর্ম যেন শয়তানের, শুধু মানবরূপি দেহ!
একটি হৃদয়, ধর্ম নয়তো হিংসা একটাই বসত করে,
এবার বলো ভাই তুমি কোনটি নেবে আপন করে?
ধর্মের নামে ঝরেছে রক্ত, কত শিশু, কিংবা নবীন প্রাণ,
কত মরেছে হিসেব নেই, শুধু দেখেছি হিন্দু- মুসলমান!
দেখেছি নির্বাক কত লাশ, ধর্মের পরিণাম যদি তাই হয়,
ক্ষমা করে দিস্ ওরে অভাগা, ঐ ধর্মটা আমার নয়!
ধর্ম শেখায়নি কভু ঝরাতে রক্ত, কিংবা প্রাণ কেড়ে নিতে হয়,
ওরে বোকা তুই এটা ভাবিস্ ধর্ম, এটা তো হিংসার পরিচয়।
ধর্ম মলিন হৃদয়ে নয়, পবিত্র আত্মায় বসত করে,
আগে আত্মা পরিশুদ্ধ হোক, পরে না হয় নেবে ধর্ম আপন করে!
দ্বারে আসা ভিখারিকে ভিক্ষা দিস্, দেখবে কত প্রণয় ঝরে,
এটা যে ধর্মের পরিচয়, দেখেছিস্ কি কভু শাস্ত্র ঘুরে??
তৃষ্ণার্তকে ত্রাণ দিতে অবজ্ঞা হয়, খুঁজিস্ হিন্দু না মুসলমান?
বুঝে নিস্ ভাই তোর কাছে ধর্ম নয়, বরং ধর্মের অপমান!
ধর্মটা এত সহজ নয়, সে তো নয় শুধু মসজিদ কিংবা মন্দিরে,
স্রষ্টার নিবাস পাগলের বুকেও হয়, কিংবা কোন জীর্ণ কুটিরে!
************** **************