আমি আগের মতো নেই, হয়তো মরেও বেঁচে গিয়েছি,
মৃত্যু কড়া নেড়েছিলো আবার, তাকে বিদায় জানিয়েছি।
বিষাক্ত বাতাস আর নীরব বিষন্নতায় কেঁদেছি বারংবার,
একটি আত্মার মৃত্যু হলে সে আর মরে না পুনর্বার।

দিন শেষে সূর্যের মতোই কতো সুজন হারানোর ব্যথা-
চন্দ্র একাই আঁধারে আলো ছড়ায় যদিও নিঃসঙ্গতা।
আমার আমিকেই খুঁজি, কোনো অনুভূতি আর নেই,
দিনের পরিচর্যা বা লড়াই শেষে ঘুমানো যমের কোলেই।

খাঁচায় বন্দি করে রেখেছি কোনো এক অচিন পাখি,
মুক্তি চেয়েছে বহুবার, দেখেছি তাঁর কাতর আঁখি।
মুক্ত হতে পারেনি ‌সে , ক্ষুন্ন করেছি তাঁর স্বাধীনতা,
সে মুক্ত হবে কদিন পর যখন ডেকে নেবেন বিধাতা।

ক্লান্ত পথিক পথের সন্ধানে হয়তো নীড়ে ফিরে যাবে,
সকল আয়োজন শেষে সহসা পথিকের বিদায় হবে।
কেউ কাঁদবে দুদিন, অতঃপর মাটিতে মিশবে লাশ-
নিঃসঙ্গতাই সঙ্গি হবে, এইতো আমার চির-অভিলাষ।

*********"""""""""""""""*******