শতরূপা মুখোশের ভিড়ে নিজেকে খুঁজি,
অনুভবি আমি জীবিত না কবেই মরে গেছি!
বিষাক্ত পরিবেশে কতই না হিংসার আয়োজন,
এতো নির্দয় পরিবেশে বাঁচে কি ক্ষুদ্র কিছু জীবন?
পবিত্র আত্মা খোঁজে বেড়াই বহু সুত্র ধরে,
পরিচয় বিহীন মুখোশ আর মানবে সমীহ করে।
বিষময় বাতাসে শুধু বেঁচে ওঠার লড়াই দিন প্রতিদিন,
ক্ষণকালের যাপনে ভেদাভেদ নাকি বড্ড সমীচিন?
অরণ্য আর সমাজে আজ পার্থক্যটা কোথায়?
স্বার্থের হরিলোটে কেউ উঁচু আর কেউ নিচু তলায়।
মা মেয়েরা একাকী বের হলে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ,
সভ্য সমাজের প্রেক্ষাপটে এর জবাবটা দেবে কি কেউ?
দিন প্রতিদিন ধার্মিকের ভিড় স্রষ্টার তরে কত অভিলাষ,
যারা অন্নের তরে লাঞ্ছিত ধর্মটা ওদের তরে নির্মম পরিহাস।
রুটি কভু জুটে কভু বঞ্চিত শুধু পরিচয়ে হিন্দু মুসলমান,
এতো ভেদাভেদ কি সত্যি করেছে বেদ, বাইবেল কিংবা কোরআন?
হৃদয়ের পবিত্রতায় যুগে যুগে কত হয়েছেন মহামানব,
অপবিত্রতার ছোঁয়ায় কত হয়েছেন আবার অসুর দানব।
হৃদয়ের সেবায় নেই, মন্দির মসজিদ ভাঙ্গা গড়ার কত ইতিহাস,
বুঝিস্ না ভাই হয়তো রাস্তায় ফেরা পাগলের বুকেও স্রষ্টার বাস।
**************** *************