কান্নার রোল অহরহ, আকাশ ভেদিয়া,
জন কোলাহল আজ ভাবি মরুপ্রান্তর।
স্বঘোষিত কর্মের অর্জিত পরিহাস ভাই,
প্রায়শ্চিত্ত অবশ্যম্ভাবী এ কঠিন পরিসর।

ভিক্ষার অভাবে যেদিন ভিখারি বন্দি ছিল-
নিমজ্জমান ছিল বিত্তের ঘরে ওদের পাওনা।
ওদের চিৎকার হয়তো শুনেছেন বিধি আজ,
চারদিকে ধ্বনিত আজ তাই মুক্তির কান্না।

যেদিন বিবেকের দংশনে মন্দিরে ছিল গোমাংস,
আজানের ধ্বনি ছিল যে বড়োই ক্ষতিকর!
কোথায় মন্দিরের ঘন্টা বা আজানের ধ্বনি?
সবকিছু শুষ্কতায়, মনে হয় কঠিন মরুপ্রান্তর!

মানুষের রক্তে রঞ্জিত ছিল যেদিন ধরণী,
কিছু বলেনি হয়তোবা করেছিল অভিমান!
আজ বড়োই নিদারুণ সংকটময় চিৎকার,
মানুষে মানুষে হোক তাই ঐক্যের আহ্বান।