নিস্তব্ধতার গ্ৰাসে মানব হৃদয় দুর্বিষহ,
মানুষ মানুষের তরে এই শপথ হোক।
রক্তে হোলির ইতিহাস ধুয়ে মুছে আবার,
নবীন এক ধরণীর সূত্রপাত হোক।
বিদ্বেষ সাধনার সমাপন সমীচীন আজ,
নয়তো এহেন নিষ্ঠুর নিস্তব্ধতা বয়ে যাবে।
মরার উপর মরণ ফাঁদ আজ অপেক্ষিত,
সহস্র জীবন্ত লাশ অবেলায় প্রকাশ পাবে।
বিভেদের প্রাচীর সম্প্রতি বিনাশ অবশ্যম্ভাবী,
ভবঘুরে ভিখারীটাও মানুষ বলে গণ্য হোক।
কোন্দল নয় আর, কল্যাণ সাধনা কেবল-
সাবান দিয়ে ধুয়ে আত্মা পরিশুদ্ধ হোক।
দাঁড়ি, টুপি কিংবা পৈতা নয় আসল পরিচয়,
একই রক্ত মাংসে সৌহার্দ্যপূর্ণ হোক পরিবেশ।
একের বিরহে কান্না করুক শতাধিক প্রাণ,
সাম্য শান্তির জয়গানে হোক মানব সমাবেশ।
********* ********