ভাবনাটাও লুকোচুরি করে, তবু পথ চলা আজকাল,
ঘনিয়ে এসেছে আঁধার, বুঝিনা আর হবে কিনা সকাল!
পরিবেশের ভারসাম্য, কিংবা পুরো সমাজটাই আজ দূষিত,
অনুভবি মাঝে মাঝে, আমি শুধুই বেঁচে আছি না প্রায় মৃত!
বেঁচে থাকার সংগ্রামে শুধু বেঁচে থাকা দিন প্রতিদিন,
দূষিত আহার্য নয়, সাথে বাতাসেও বিষাক্ত ফরমালিন!
শ্রেষ্ঠত্বের সিংহাসন খোঁজা, অনাহারীর কথা ভাবে না কেউ,
কত জীবন্ত মৃত প্রাণ ভবঘুরে, বুকে ধরে লাঞ্ছনার ঢেউ।
শত সহস্র প্রাণ আজ অকালে মরে, হিংসা প্রতিহিংসায়,
তাই অনুভবি মাঝে মাঝে মৃত না জীবিত, বড্ড দ্বিধায়!
লাঞ্ছিত কারা মানুষ? পৃথিবী বুকে ধরে ব্যথা আর অভিমান,
কেউ ক্ষুধায় মরে, আবার কেউ হিন্দু হয়ে নয়তো মুসলমান!
স্বার্থের দাঁড়িপাল্লায় ভালোবাসাটাও বড্ড পরাজিত,
সে মরে মরুক, তবে কিনা থাকা প্রয়োজন একাকী জীবিত!
হানাহানির সীমান্ত নেই, যত হোক তবু আরও চাই,
আপন গানের পালা শেষ, ভাবনাটা পাল্টে দাও ভাই!
একাকী যাত্রা আর কত, ভেদাভেদের সীমানার হোক অবসান,
পৃথিবীটা মানুষের হোক, আর কত সইবে ধরণী এহেন অপমান!!
**************@@************