করোনা তুই মারতে এসেছিলে, তোর কাজ কী হয়েছে?
তোর মতো আরও কত এসেছিল, কবেই তারা চলে গেছে!
জানি তুই ব্যর্থ, কারণ সমাজটা তোর বড্ড অচেনা,
এই সমাজ প্রতিদিন মরে, আর মরা মানুষ তো দুবার মরে না!
জীবিত যখন মৃত আত্মা হয়, তখন আর মরার কী প্রয়োজন?
কেউ মরুক কিংবা বাঁচুক, শুধু একাকী বাঁচার আয়োজন!
স্বার্থের কালো আবরণে হৃদয় ঢাকা, মুখোশটা পরিচয়,
করোনা তুই চলে যা, মৃত সমাজে বৃথা তোর সময় অপচয়!
জানিস্ করোনা মাঝে মাঝে কত বিকট শব্দে ধরণী প্রতীয়মান,
তারপর কবর কিংবা চিতায় আগুন, পরিচয় হিন্দু মুসলমান।
এরপর কিছু বেঁচে রয় স্বমহিমায়, শুরু হয় প্রতিঘাত,
মানুষ মরুক ধর্মটা বাঁচুক, মানবতা প্রতিপন্ন কিংবা ধূলিসাৎ!
জানিস্ করোনা সমাজ আর অরণ্যের নেই কোন ব্যবধান,
অরণ্যে শুধু লেজে পরিচয়, সমাজে হিন্দু মুসলমান!
সমাজে মানবতা নয়, পাপটাই বহন করে আসল পরিচয়,
এখানে শুধু চাওয়া পাওয়ার হিসেব, ভালোবাসা নয়!
করোনা তুই চলে যা, পুরো বিশ্ব আদৌ ছিল মৃতপ্রায়,
মৃতের ভিড় দূষিত বাতাস সাথে পৃথিবীটা বড্ড অসহায়!
*************** *************