নিজেকে আপন করে দেখেছি, কেঁদেছি বহুবার,
আপন পথগুলো সে কবেই হয়েছে ফেরার।
কিছুক্ষণ চুপ থাকা, আবার লড়াই বহাল,
আলোর সন্ধানে ভ্রান্ত পথিক বড্ড বেসামাল।

জীবনের ইতিবৃত্তে হেঁটেছি কত বাঁকানো পথে,
কত স্বজন হারিয়েছে কভু দিনে কিংবা মাঝরাতে।
সময়ের ঘূর্ণিপাকে বেদনা চুম্বন করেছে বারংবার,
কান্না-হাসির গল্পে শুধু স্বপ্ন সাজিয়েছি পথ চলার।

নিজেকে চেনার পালা আসেনি, সময় ঝাপটে ধরে,
পৃথিবী চেনার স্বাদটুকুই আজ বুকটা দিয়েছে ভরে।
ব্যস্ত শহরের অলিন্দে ঘুরেছি তবু হিসেব মিলেনি,
আমি পথচলা শিখিনি নাকি পৃথিবী শেখায়নি!

আশাহত পথিক যেন বন্দি বোবা কান্নার সীমান্তে,
পৃথিবী তোমার আমার যাত্রা আজ বুঝি একই পথে!
আলো কেটে গেলেও তবু সঙ্গ দেবে জোৎস্না রাত,
একটু এগোলেই হয়তো অপেক্ষায় সোনালী প্রভাত।

    ************"""""""********