নিজেকে যখন দেখি, মাঝে মাঝে ভীষণ করুণা হয়,
এই ঘোর অমানিশায় অসহায় প্রাণ কী করে বেঁচে রয়!
কতো হাত ধরার প্রতিশ্রুতি ক্ষান্ত হয়েছে এক নিমেষে,
তবু অভিযোগ নেই, সবই বেঁচে থাকুক আপন উল্লাসে।
আকাশ কখনও ব্যথিত হয়নি, এইটুকুই আজ প্রেরণা,
চাঁদ একাই থাকে তবুও ছড়ায় কতো মোহময় জোছনা।
সাগরের সন্ধানে বিক্ষিপ্ত নদী, বয়ে চলছে আপন মনে,
কতো বিকেল হারিয়েছে এক সকাল পেতে এক জীবনে।
কতো বসন্ত গড়িয়ে গেছে, জমে আছে কতো অভিযোগ,
চাতকের সুখ বৃষ্টির ফোঁটা, যখনই আকাশে নেমে আসুক।
হয়তো কালবৈশাখী কভু ভেঙ্গে দেবে সকল আয়োজন,
ভাঙ্গা-গড়ার হিসেব জমা নেই, এই নিয়মেই চলছে জীবন।
শত আঘাত বুকে আর গা-ঘেষা কতো মেকি অভিনয়,
এইটুকু আশায়, যদি ভুলা পথে আবার কভু দেখা হয়।
আমার ইচ্ছে-ডানা কবেই গিয়েছে পুড়ে বিরহের অনলে,
রাত জাগা পক্ষীরাজ থেমে যাবে কোনো এক সকালে।
************ ************