শান্তি খোঁজার তরে মানুষ বদ্ধপরিকর,
জানি না সে কোথায় মসজিদে না মন্দিরে!
লড়াই বহাল থাক, রক্তক্ষরণ অলিতে গলিতে,
তবুও মানুষ শান্তি খোঁজে কোন্ অধিকারে??
শান্তি হয়তো আজ হতাশায় ভীষণ,
যাবে কোথায় চিতা কিংবা কবরে?
শান্তিও হয়তো কষ্ট পায়, উপোস করে,
যাবে পাড়ার হিন্দু না ওই মুসলিম পরিবারে!
রক্তের বন্যায় যখন মানুষ ভাসে,
শান্তি নয়, পরিচয়টা হিন্দু নয়তো মুসলমান!
কত অধিকার ক্ষুন্ন, আবার কত অধিকার দাবী,
হার মানে সাথে গীতা, বাইবেল, কোরআন!
শান্তি কভু অনাথ আশ্রমে গিয়েছিল কিনা?
সেখানে হয়তো নেই কোন বিভেদ, পরিচয়!
বন্ধু! শান্তির খোঁজে, হৃদয়ে ফরমালিন,
ভাসুক রক্ত, তবু হোক অধিকারের জয়!