জানেন দাদা! দরিদ্রের সংসার যাত্রা কেমন হয়?
হাজারও চৌচির স্বপ্ন কিংবা অমৃতটাও বিষময়!
হৃদয়ে সঞ্চারিত ব্যথা, বুকে গচ্ছিত আর্তনাদ,
সুখের পরশটা বড্ড বেমানান, জীবনটাই দুঃসংবাদ।
জানেন দাদা! দরিদ্রের সংসার যাত্রা কেমন হয়?
মাঝে মাঝে উড়ানের স্বপ্ন, কভু ডানা গুড়িয়েও পড়ে রয়!
দুমুঠো অন্নের তরে লাঞ্চিত, তবু বেঁচে থাকার বড্ড অভিলাষ,
দরিদ্রের রক্ত ঝরে সদা, বিত্তের গঠিত অনন্য ইতিহাস।
জানেন দাদা! দরিদ্রের সংসার যাত্রা কেমন হয়?
মরার তরে বেঁচে থাকা, বাঁচার আকুতি মানে ক্ষয়!
কষ্টটা বুক উপুড় করে, হৃদয়ে অনাকাঙ্খিত ব্যথার বাস,
সুখ দুঃখের হিসেব রূদ্ধ, নিয়তির নির্মম পরিহাস।
জানেন দাদা! দরিদ্রের সংসার যাত্রা কেমন হয়?
বিপর্যয়ের অশনিসংকেত, তবু দ্বিধাহীন বুক পেতে রয়।
সুর্যের কিরণে বেমালুম পথচলা, তবু জুটে না আহার,
নির্যাতিত প্রাণ গুটিকয়েক, আলোটাই থাকে অন্ধকার।
জানেন দাদা! দরিদ্রের সংসার যাত্রা কেমন হয়?
নদীর প্রবাহ সম খাটে, তবু কেড়ে খাওয়ার আয়োজন নয়।
একাকী পথচলা, সুখ দুঃখ ব্যথার পাহাড় সঙ্গ করে,
হিসেবটা শূন্য থেকে যায়, প্রতিদিন শুধু ঘাম রক্ত ঝরে!
************** **************