আমি মৃত্যুপুরী যজ্ঞ থেকে বলছি ও ভাই শুনো,
আমি মানুষ তুমিও মানুষ তফাৎ আছে কোনো?
বিশ্ব এখন ভাতঘুমে, আমার উপর পড়ছে বারুদ,
বিচার দিলাম সবার কাছে, সময় নেবে প্রতিশোধ।

যাদের আমরা দিলাম ঘর, তারাই এখন অস্ত্রহাতে,
ভিটেমাটি ছাড়াতে তারা নিমজ্জিত আজ ওৎপেতে।
অসহায়ের সহায় করা, এই যদি হয় মোর অপরাধ,
ইজরায়েল আজ বিশ্বসেরা, ফিলিস্তিনি জঙ্গিবাদ!

ক্ষুধার জ্বালায় কাতর আমরা, তুমি ঘুমাও বেশ সুখে,
মানুষ বলে দাবি করো, লজ্জা হয় না একটুও মুখে?
বোমা আমায় মারছে আজি, তুমিও মরবে সময় হলে,
বাতাসটুকুন নিতাম সুখে, তুমি একটু হাত বাড়ালে!

তোমার শিশুর ক্ষুধা নেই, সুখে আছে পিতার কোলে,
আমার শিশু পিতৃহারা, ক্ষুধার তাড়ায় আগুন জ্বলে।
তোমার নারী স্বামীর সাথে, আমার নারী স্বামীহীন,
অপরাধ আমার কোথায় বলো, জন্ম শুধু ফিলিস্তিন?

বিশ্বের কাছে বিচার দিলাম, মনে রেখো অভিযোগ,
আমি মরি দুঃখ নেই, তোমার জীবন সুখের হোক।
মানুষ হয়ে মারছে মানুষ, তোমার সুখের সমাবেশ,
পৃথিবী আবার অরণ্য হোক, ধ্বংস হোক এ পরিবেশ।

                       **** ****