রাস্তার পাশে ফুটপাত আছে সেথায় যাদের বাড়ি;
চায় না তো তারা অত টাকা-কড়ি কিংবা শখের গাড়ি।
নর্দমা আর কুকুরের সাথে করে যারা দিন পার;
ব্যাংকের যত স্বপ্নের বীমা তাদের কী দরকার?
রেশমি কাপড় চায় না তাদের, লাজ ঢাকলেই চলে;
সাথে যদি হয় নিজের জন্যে জাগা ফুটপাত তলে।
ঘুমানোর তরে চায় না বালিশ কিংবা শীতের কাঁথা;
যদি পেয়ে যায় একটু জায়গা গুঁজানোর মতো মাথা।
দু’মুঠো ভাতের প্রতীক্ষাতেই কেঁদে মরে পথশিশু;
কাঁদে না তো প্রাণ অনুসারীদের মুহাম্মদ বা যিশু।
মানবতা যেন পদ্মার জলে ভেসে চলা কোনো লাশ;
হচ্ছে ইথারে মানবের নামে দানবের বসবাস।
চোখ চায় ঘুম, পেট চায় ভাত মদদ জোগাবে কে বা;
কেউ কি আছো হে মানবতাবাদী করবে মানবসেবা?
গরীবের তরে সদয় হৃদয় এমন মানব হবে;
কোথা গেলে পাব আকুল-উদাস দৃষ্টি মেলেছি ভবে।
দু’হাত বাড়িয়ে টেনে নেবে বুকে করবে আদর-স্নেহ;
করবে না ঘৃণা দেখে যে ছিন্ন কাপড়ে মুড়ানো দেহ।
ধরণীর বুকে তুলবে সে পুনঃ সাম্যবাদীর গান;
ছুড়বে না কভু মিছে অজুহাতে ক্ষমতার দেয়া বাণ।