অনীতির শূলে চড়েছে বিবেক কুনীতিরা তাই হাসে;
সুনীতি নাশের নীল-নকশায় দুর্নীতি মেঘে ভাসে।
সত্যরতন ঢেকে গেছে আজ মিথ্যেকথার চাপে;
বিকল বিবেক পড়ে আছে তাই নীতির কলম কাঁপে।
বিবেকটা বুঝি বেঁচে নেই আর, নেই বুঝি তার প্রাণ;
জীবিত বিবেক করবে কি কভু মিথ্যার জয়গান?
নীতিসৈনিক ছেড়ে নীতিতট ধরে অনীতির ঘাট;
মেঘনা নদীর জোয়ারে ভেসেছে জীবন নীতির খাট।
মিছে ইতিহাস বইয়ের সাগরে হাবুডুবু খায় কেন?
ছাত্রের মনে মিথ্যেপবন সয়লাব করে যেন।
কবিতার নামে সাহিত্যিকের কেবল মিথ্যাচার;
মিথ্যার ঘাতে ইতিহাস করে নিদারুণ হাহাকার।
অশ্লীলতার চাদর জড়ানো কেন কবিতার দেহ;
অশালীন ধ্বনি প্রেমসমাচার এ কি অনুভব গেহ ?
নারী শরীরের কোথায় কেমন তা নিয়ে লিখছে যারা;
তাদের বাহবা দিতে কেন আজ পাঠক পাগলপারা।
লেখক-পাঠক সবার বিবেক চড়তেছে যেন শূলে;
তাই দেখি সবে নীতি-নৈতিক জ্ঞানবোধ গেল ভুলে।
বিবেকের দায় নাই ভাবনায় তাই সহচর পাপ;
তাকেই বলছি ‘শূলে চড়া সেই মরা বিবেকের ছাপ’।