চালাক মানুষ যারা;
খারাপ লোকের সঙ্গ থেকে
দূরেই থাকে তারা।

কারণ তারা জানে;
কালো কালো কয়লা সমান
খারাপ মানুষ মানে।

গরম কয়লা হলে;
হাতে নিলেই উফ! গরমে
দু’হাত পোড়ে-জ্বলে।

ঠাণ্ডা যদি হয়;
চেয়ে দেখো কালির প্রলেপ
দু’হাত লেপ্টে রয়।

ঠিক তেমনি ভাই!
খারাপ লোকে হয় পোড়াবে
নয় মাখাবে ছাই।

১৫-ই সেপ্টেম্বর, ২০২২
লামা, বান্দরবান।
#