শিক্ষা নিয়ে চিন্তা আমার
করতে কেন হবে?
ওসব যদি আমিই ভাবি
স্যারের কী কাজ তবে!
স্যার কি শুধু খাবেন মুড়ি;
আর বাড়াবেন নিজের ভুড়ি।
বাসায় গিয়ে পড়তে হবে যদি;
বেতন কেন দেবো নিরবধি?
স্যারের কাছে কোচিং করি,
বেতনও দেই ঠিক;
কী শিখেছি সে বিবরণ
স্যারই না হয় দিক।
শিক্ষা নিয়ে ভাবার সময় কই?
এসব নিয়ে ভাবতে গেলেই
খুলতে হবে বই।
খেলাধূলা, আড্ডা নিয়ে
ব্যস্ত ভীষণ রই।
এসব নিয়ে ভাবার সময় কই?
জীবনটা কি আমার নাকি;
ক্যান দেবো না স্যারকে ফাঁকি?
পরীক্ষাতে ফেল যদি হই
স্যার পড়াবেন ফের;
বেতন সে তো বাবা-ই দেবেন
চিন্তাটা কিসের?
রাত বিরাতে চ্যাটিং আছে;
পার্কে আবার ড্যাটিং আছে।
আমি আমার কাজ নিয়ে খুব বিজি;
কিশোর জীবন পার করা কি ইজি?
আর;
দয়া করে স্যার!
পরীক্ষাতে কী করা যায়
আপনি সেটা ভাবেন;
কিছু খুঁজে পেলেই সেটা
একটু বলে যাবেন।
১০-ই আগস্ট, ২০২১
লামা, বান্দরবান।
#