আজকে আমি শিক্ষিত লোক
পড়তে পারি বই;
আজকে আমি চূঁড়ায় উঠি
বেয়ে জীবন মই।
আজকে আমি কুঠার ফেলে
কলম হাতে চলি;
আজকে আমি মন্দ বিবেক
জোর কদমে দলি।
আজকে আমি সম্মানী লোক
সালাম ঠুকে আগে;
আজকে আমি ফুটন্ত ফুল
এই ইথারের বাগে।
আজকে আমি উঁচু মাথায়
চলতে পারা লোক;
আজকে আমি নই সমাজের
রক্তচোষা জোঁক।
আজকে আমি মদ-সিগারেট
করতে পারি ঘৃণা;
আজকে আমি বাঁচতে পারি
সুদ, জুয়া, ঘুষ বিনা।
আজকে আমি শুদ্ধ পথের
শুদ্ধ পথিক আছি;
আজকে আমি শুদ্ধ জীবন
দেশ-সমাজে যাচি।
আজকে আমি এই বসুধায়
যা পেয়েছি মান;
মানতে হবে সকল কিছুই
শিক্ষাগুরুর দান।