ভালোবাসা হয় কখনো নিয়ম-কানুন মেনে?
তোমার জন্য সাগর হতে মুক্তা দেবো এনে।
তোমার জন্য পাড়ি দেবো সাত সাগরের ঢেউ;
তোমার কাছে চাচ্ছি হতে তিমির মতন কেউ।
তোমার মাথায় গুঁজে দেবো অক্টোপাসের খোঁপা;
আমি তোমার হিমু এবং তুমি আমার রূপা।
খোঁপা পরে রূপা সেজে থাকবে যখন তুমি;
আকাশ হয়ে চুমব আমি তোমার হৃদয়-ভূমি।

তোমার জন্য আকাশ থেকে আনব পেড়ে চাঁদ;
চাঁদ না হলেও আনব কিনে চাঁদের বুড়ির ছাদ।
তারার দেশে রাণীর বেশে ঘুরবে তুমি রোজ;
তোমার জন্য আনব পরে চাঁদ-তারাদের ভোজ।
জোনাক জ্বলা তারা যখন আনব তোমার তরে;
সেসব তারা সাজিয়ে রেখো তোমার আপন ঘরে।
তোমার জন্য গড়ব আমি জ্যোৎস্না ধরার ফাঁদ;
মিথ্যে কথার ফুলঝুরিতেই প্রেম হলো বরবাদ?

প্রেম সাজাতে মিথ্যে কথা বলার কী দরকার!
আমরা প্রেমিক মিথ্যের উপর ছাড়ছি প্রেমের ভার।
মিথ্যে ছেড়ে সত্যি কথা বলছি তোমায় আজ;
হোক এ ক্ষণে সত্যি কথায় সত্য প্রেমের সাজ।
প্রেম হয়েছে তোমার সাথে, ঘর বেঁধেছি তাই;
শান্ত মনে তোমার বুকে মাথা রাখতে চাই।
আকাশ থেকে চাঁদ-তারা নয়, নয় পাতালের কিছু;
একটা জীবন কাটিয়ে দেবো তোমার পিছু পিছু।

১৩-ই জানুয়ারি, ২০২৫
লামা, বান্দরবান।
#