ডানহাত ভালো নাকি ভালো বামহাত?
এই নিয়ে তর্কটা চলে– মাঝরাত!
তর্কের ফয়সালা হয়ে গেছে প্রায়;
এই ক্ষণে তর্কটা ভিন পথে ধায়।

মানুষের কয় হাত? দুই নাকি তিন?
এই সুরে বেজে ওঠে তর্কের বীণ।
দুইহাত দেখা যায় শরীরের মাঝে;
ভিন এক হাত আছে। বলব না লাজে?

যেই হাত অশরীরী, দিক নেই যার;
ডান নাকি বাম তাও ধারে না সে ধার।
দুই হাতে যেই কাজ– সম্ভব নয়;
ভিন হাতে সেই কাজ অনায়াসে জয়।

যেই হাত কখনোই হয় না নাপাক;
যার দ্বারা নিষ্পাপ পঙ্কিল কাক।
যেই হাত না ধরেই দেয় সমাধান;
এ জগত গাইবে না তার গুণগান?

পাক-সাফ থাকে তাই নাম অজুহাত;
এভাবেই কাটে সেই– তর্কের রাত।

নয়ই সেপ্টেম্বর, ২০২০
লামা, বান্দরবান
#