জোনাকিরা নতজানু আলো নেই তাই;
আলো করে অভিমান ওই চাঁদটায়।
মুখ গুঁজে আছে চাঁদ অমাবস্যায়;
আঁধারের গায়ে তাই চুম এঁকে যাই।

একতারা নতজানু আর তার সুর;
শত কথা ধেয়ে আসে দূর বহু দূর।
ঘুরে দেখি মনে ভাসা কথাদের পুর;
সুর আর গানগুলো বেদনা বিধুর।

মহাকাশে নতজানু তারাদের দল;
তারাদের তাড়া নেই, নেই মনে ছল।
নয়নের কোণে শুধু জমে ওঠে জল;
পাপড়ির অগোচরে করে টলমল।

হৃদয়টা নতজানু যাতনার খামে;
জলকণা বেচি আমি আঘাতের দামে।
নতজানু নয় আজও ঝিঁঝিঁদের দল;
আনমনে করে যায় শুধু কোলাহল।

৩১-ই মার্চ, ২০২০
লামা, বান্দরবান
#