চেয়ে দেখো বীজ হতে গাছ
জন্ম যখন নেয়;
নীরব থেকে কৌশলে সে
পাতা মেলে দেয়।

তারপরে সে চুপিসারে
বাড়ায় নিজের শাখা;
মাটির নিচের শেকড়গুলোও
হয় গোপনে রাখা।

এমন করে গাছ একদা
বিশাল আকার পায়;
অক্সিজেন আর ছায়া দিয়ে
শোধে নিজের দায়।

কিন্তু যখন ঝড় কবলে
গাছটি পড়ে ঝরে;
নিজের পড়ার জানানটা দেয়
বিশাল শব্দ করে।

মড়াৎ শব্দের আহাজারি
ধ্বংসকালেই হয়;
সৃষ্টিকালে সকল কিছু
নীরব হয়ে রয়।

তাই তুমিও পেতে শেখো
নিজ ধ্বনিকে ভয়;
কারণ তোমার জোর ধ্বনিতেই
তোমার পরাজয়।

১৪-ই মার্চ, ২০২২
চকরিয়া, কক্সবাজার
#