লাল মিয়া
সুকুমার বড়ুয়া

লাল মিয়া তো বিরাট নেতা
রাস্তাঘাডত্‌ ফাল্‌ মারে;
দিনত্‌ বঅর্‌ ভালা মানুষ
রাইত্‌ দুঅরে জাল্‌ মারে।

গরীবল্লাই কাঁদি কাঁদি
টেঁয়াইপইসার টাল্‌ মারে;
জাল কবলা দলিল বানাই
পরর্‌ ক্ষেতত্‌ হাল্‌ মারে।

লাল মিয়াতো বিরাট নেতা
রাস্তাঘাডত্‌ ফাল্‌ মারে;
খাল কুলত্‌ যায় মাল টানে আর
আফুডাইংগা গাল্‌ মারে।

রূপান্তরকারী :
সাদ্দাম হোসেন ইশতিয়াক

লাল মিয়া তো বিরাট নেতা
রাস্তাঘাটে ফাল মারে;
দিনে বড়ই ভালো মানুষ
রাতদুপুরে জাল মারে।

গরীব-তরে কেঁদে কেঁদে
টাকা-পয়সার টাল মারে;
জাল কবলা দলিল ক'রে
পরের ক্ষেতে হাল মারে।

লাল মিয়াতো বিরাট নেতা
রাস্তাঘাটে ফাল মারে;
খাল কূলে যায় মাল টানে আর
আজগুবি সব গাল মারে।