গাছ খোদাকে খাজনা দিতে ঝরায় হলুদ পাতা;
জমিন নিজের খাজনা দিতে বিছায় সবুজ খাতা।
সুনীল সাগর খাজনা দিতে মেলছে নিজের ঢেউ;
সেজদা দিয়ে খাজনা দেবে এসো মুমিন কেউ!
পাহাড় আবার খাজনা দিতে ঝর্ণা দিলো মেলে;
ঐ আকাশের খাজনা নাকি বৃষ্টি হয়ে খেলে।
আল কুরআনের অমর বাণী ভাবছ না তো ফেউ;
খাজনা দিতে সেজদা দেবে এসো মুমিন কেউ!
পুষ্প নিজের খাজনা দিতে খুশবু দিলো রোজ;
কোন ইবাদাত খাজনা শোধে কজন রাখে খোঁজ?
খাজনা বিনা জীবন নিয়ে কাটাচ্ছ দিন ফেউ;
সেজদা দিয়ে খাজনা দেবে এসো মুমিন কেউ!
লামা, বান্দরবান
১২-ই জানুয়ারি, ২০২২
#