যায় হারিয়ে পল্লীনীতি সবুজ মাঠের খেলা;
ধান পাকা সে হেমন্ততে নবান্নের-ই মেলা।
যায় হারিয়ে পল্লীগীতি পুঁথিপাঠের আসর;
পাল্কি চড়া নববধূর চমকে ওঠা বাসর।

যায় হারিয়ে পল্লীগলি গাঁয়ের মেঠোপথ;
কিশোর ছেলের চষে ফেরার ‘টায়ার’ নামক রথ।
যায় হারিয়ে পল্লীস্মৃতি সোনায় মোড়া লগ্ন;
ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সব যেন আজ ভগ্ন।

যায় হারিয়ে পল্লীপ্রীতি বাঁশবাগানের গল্প;
আঞ্চলিকের প্রবাদবাক্য বুড়ো-বুড়ির কল্প।
যায় হারিয়ে গাঁও-গেরামের পঞ্চায়েত ও সালিশ;
দুষ্টুছেলের মায়ের কাছে মিষ্টিমেয়ের নালিশ।

যায় হারিয়ে পল্লীবাড়ি মাটির গড়া দেয়াল;
আহ্ কী আবেগ! ছনের চালের কথা হলে খেয়াল।
যায় হারিয়ে পল্লীজীবন কুঠার ধরা হাত;
রুদ্রস্নাত ভরদুপুরে বটতলায় সে কাত।

যায় হারিয়ে পল্লীরীতি যান্ত্রিকতার ভিড়ে;
নেংটো হয়ে গোসল করা পল্লীনদীর তীরে।