এখন আমি স্বপ্ন ছেড়ে কল্প দেখি;
এখন আমি হাজার ছেড়ে অল্প লেখি।
এখন আমি ফুল ছড়িয়ে শুদ্ধ মেকি;
এখন আমি রাগ-অনুরাগ যুদ্ধ দেখি।

এখন আমি আর হাসি না, আর ভাসি না–
মন-কাননের সুখ-ফাগুনে আর আসি না।

এখন আমি শব্দ ছেড়ে জব্দ থাকি;
এখন আমি মনমরা দুই স্তব্ধ আঁখি।
এখন আমি আমার দুখের গল্প আঁকি;
এখন আমি দেই আমাকে স্বল্প ফাঁকি।

এখন আমি হাত বাড়িয়ে, মন মাড়িয়ে–
রাত্রি কাটাই তোমার আশায় ক্ষণ বাড়িয়ে।

এখন আমি ছন্দ ছেড়ে দ্বন্দ্ব করি;
এখন আমি ভুল, অনিয়ম, মন্দ করি।
এখন আমি পথহারা, ভুল পন্থ ধরি;
এখন আমি কষ্ট ভুলার মন্ত্র পড়ি।

এখন আমি বাড় বাড়ি না, পাড় ছাড়ি না–
জীবন খাতায় দুখ-আঁচড়ের ধার ধারি না।

১৯-ই মার্চ, ২০১৯
লামা, বান্দরবান
#