বাবা মানে আস্থা অপার শুদ্ধ পথের খোঁজ;
এক জীবনের একটা চাওয়া
বাবার হাতে আদর পাওয়া
সেই আদরের আশায় আমি স্বপ্ন বুনি রোজ।
বাবা মানে জীবন জুড়ে সুখের রঙিন ঘুড়ি;
হাওয়ার তালে নেচে ওঠা
ভরসা পেয়ে সামনে ছোটা
মেঘের সাথে তাল মিলিয়ে ওই আকাশে উড়ি।
বাবা মানে নরম ঘাসে নগ্ন পায়ে চলা;
ছুপছুপে ঘাস শিশির ভেজা
নীল আকাশের মেঘও পেঁজা
তার পরশে সুখ কুড়াতে দুখ দুপায়ে দলা।
বাবা মানে চলতি পথের আঙুল শাহাদাত;
যখন কোথাও হোঁচট খাব
সেই আঙুলের ঝলক পাব
তার ঝলকে মিলবে আলো আঁধার হলে রাত।
বাবা মানে তপ্ত রোদের ঠাণ্ডা-শীতল জল;
বাবার দেখা মিললে তবে–
মনটা আমার শান্ত হবে
শান্ত মনের প্রান্ত ছুঁয়ে চাই হতে সফল।
কিন্তু বাবার পাই নি দেখা এক জীবনের মাঝে;
তাই তো সবই আঁধার দেখি
সুখ না লিখে দুঃখ লেখি
একলা একা দাঁড়িয়ে থাকি এই জীবনের সাঁঝে।
বাবার দেখা পেলাম আজি সাতাশ বছর পর;
হাতড়ে দেখি স্মৃতির পাতা
জীবন আমার চলছে যা-তা
সম্মুখে পথ পাড়ি দিতে তাইতো এতো ডর।
২৮-ই এপ্রিল, ২০২৩
লামা, বান্দরবান।
#