আমার আকাশ লিখে দেবো তোর নামে;
না, না, আমি ভয় করি না দুর্নামে।
জয় যদি হয় হৃদয়টা তোর
বাড়বে জানিস পাগলামো-ঘোর
আঁধার ফোঁড়ে ধরায় যখন ভোর নামে;
আমার আকাশ লিখেই দেবো তোর নামে।
প্রেম গুঁজি না, ফ্রেম খুঁজি না তোর খামে;
দিনটা কাটুক, রাত্রি আসুক দোর খামে।
নাম ছাড়া ঐ হলদে পাতায়
কিংবা ভাঙা ব্যাঙের ছাতায়
দেখব যখন আবেগ-আশার জোর নামে;
আমার আকাশ লিখেই দেবো তোর নামে।
দেখবি যখন–
তোর হৃদয়ে স্বপ্ন-স্মৃতির চোর নামে;
কিনবি যখন শোক-বেদনা গোর দামে।
দেখব যখন–
কান্না-হাসির কলরোলে
অনিশ্চিতে জীবন দোলে
তোর আকাশে অমানিশার ঘোর নামে;
আমার আকাশ লিখেই দেবো তোর নামে।
চোখের ভাষায় বললে কথা খোর নামে?
না, না, আমি বলছি! শোনো, ভোর নামে।
দেখবি যখন–
শব্দগুলো ব্যর্থ হবে
ব্যর্থ হয়ে নীরব রবে
খুঁজবে যখন আমায় বাহুডোর খামে;
আমার আকাশ লিখেই দেবো তোর নামে।
২৭-ই ডিসেম্বর, ২০১৮
লামা, বান্দরবান।
#