ঐ যে দেখছো গদিখানি!
ওটা চেয়ার নয়; ওটা ক্ষমতার পাহাড়!
নিরাপদ গুহা, আকড়ে ধরার বটবৃক্ষ।
কয়েকটা সাগর পার হয়ে যেতে হয়।
সাগরে পানি থাকে না।
রক্তে-স্রোতের ঢেউ থাকে।
চোখের জলের আর্তনাদ থাকে।
অশ্রু-রক্তের সাগর পাড়ি দিয়ে পাহাড়টাতে চড়ার পর
এগুলো তোমার মনে পড়বে না।
সব অতীত হয়ে যাবে, কখনো ইতিহাস!
রক্ত মানে শুধু লাল বর্নের তরল, অশ্রুর তো রংই নেই!
পাহাড়ে চড়লে দৃষ্টি থাকে আকাশ পানে
শুধু আকাশ!
দিনে নীল আর নীল!
রাতে একটা ঝুলন্ত চাঁদ
পাশে অসংখ্য তারা!
হাজার! লক্ষ! কোটি!
জ্বলছে! নিভছে!
সেখানে রক্ত নেই, অশ্রু নেই!