সাড়া বছর জুড়ে___
হলদে পাখি তুমি কেন আসো ঘুড়ে-ফিরে?
মটকা ডালের ছোট্ট শাখে, বসে কেন থাকো?
আসে না যে তারেই কেন থেমে থেমে ডাকো?
ডাল ভেঙেছে, পাতা ঝড়েছে, বছর গেল ঘুড়ে,
তুমি কেন ঘুড়েই আসো, যাও না তেপান্তরে...?
বিকেলজুড়ে একলা একা বসেই কেন থাকো?
ঐ পাখিটার মন কি নেই, মনে পড়ে না'ক?
বসন্তে ছিলো দু'টি পাখি, গ্রীষ্ম আসার পর,
খর-রৌদ্রে হারিয়েছিল, অতিথি পাখির স্বর।
তারপরে একলা তুমি, একাই যাচ্ছে দিন,
শরৎ-বর্ষায় খোজ তারে, হারয়ে সঙ্গিহীন!
তুমি কেন খুজ'ছো পাগলি, বনের ধারে,পাড়ায়-পাড়ায়,
সন্ধ্যা শেষে, পাগলি বেশে, খুজে কি লাভ সন্ধ্যা-তারায়?
টুপটুপে ঐ শিশির-বিন্দু, জমেই বারো মাস,
সুর্য এসে নেয়গো কেড়ে, একলা থাকে থাকে ঘাস।
ভাঙা-ডলে ভাঙা -মনে খুজছো তুমি যারে,
মাঘ-মাসের কুয়াশা-ভীরে, সে খুজছে কারে?
___সাদ্দাম হোসেন