জানিনা, সিস্টেমটা এ্যাডমিন সাহেব চালু করেছেন কিনা।
যদি থাকে তাহলে ভাল, নাথাকলে একটি প্রস্তাব.....
>>আমাদের এই ""বাংলা কবিতা"" পেজে যারা লেখালেখি করি তাদের কবিতা নিয়ে একটি কবিতার বই বের করা যায়।
ধরুন,
__ বই হবে একটি,
__ কবিতা হবে ৪০-৫০ টি,
__ এই পেজে পোস্ট পাওয়া ভাল মানের কবিতা গুলো ঠাই পাবে বইয়ে।
__ বইয়ের সম্পাদক হবে এই পেজের এ্যাডমিন
__ খরচ যা হবে তার সবটুকুই বহন করবে সিলেক্টেড কবিতার কবিগন এবং এ্যাডমিন।
__ একজন কবির সর্বোচ্চ একটিমাত্র কবিতা ছাপানো হবে,
___বইমেলায় বের করা হবে।
___ আরও গঠনমুলক কোন ধারণা..... ইত্যাদি।
আবারও বলছি, সিস্টেমটা আছে কিনা জানিনা, না থাকলে একটু সময় নিয়ে ভাবতে পারেন সবাই।
আর হ্যা, এ্যাডমিন সাহেব যদি প্রস্তাব খানা আমলে নিয়ে সিদ্ধান্ত নেন যে বই বের করবেন, তাহলে অনেকের রেস্পন্স পাবেন বলে মনে হয়।
হয়তোবা, এখানে কারও কারও জীবনের মোড় ঘুরেও যেতে পারে........