'ভালোবাসি' শব্দটা বলতে একটু আমতা আমতা করেছিলাম,
বলেছিলাম,-'I love অ্যাঁ.. অ্যাঁ you'
তুমি শুনলে,- 'I laugh at you'
বলবো না, তুমি বোঝনি,
শুধু বলবো, আমিই বোঝাতে পারিনি।


সুরম্য অট্টালিকায় এক বিভৎস গঠন ছিল,
আমি বলেছিলাম,-'এটা বাধার দেয়াল'
তুমি বোঝালে,-ওটা তোমার নিরাপত্তা।
বললাম,- 'ওটা তোমাকে আটকে রেখেছে,'
এবার বোঝালে, -'ওটা তোমাকে আগলে রেখেছে'


অনুরোধ করেছিলাম__
'নিরাপত্তার দেয়ালে একটা জানালা কাট,'
অন্ততো যেন তোমার মুখ খানা দেখা যায়,
দেয়ালেই কাটতে দিলনা, নাকি তুমিই কাটলেনা?
আজও অজানা, অস্পষ্ট।


দেয়ালের বাহিরেই তোমার ছবি গড়ছি, ভাঙছি,
আর তুমি ভাবছে, তোমার দেয়াল বুঝি ভাঙছি।
তোমার একটা প্রাণী ছিল,
আমি বলেছিলাম,-' ওটা মৌ-লোভী পতঙ্গ'
তুমি বললে,-' উনি মৌলবি-অন্তরঙ্গ'


তবে জানি তুমি ভালবাস,
এই বিশ্বাসে ভীষন
প্রত্যাশী বলেছিলাম,-' সম্ভাবনা'
আর তুমি শুনলে -'সম্ভব না।'