প্রথম যেদিন হয় পরিচয়, বললে তুমি নাম,
তোমার কথা শুনেই আমি নিরব রহিলাম।
ক্ষনেক পরেই অনেক কথা আমিই বলেছিলাম,
মনের কথা মনের মাঝেই আটকে রেখেছিলাম।
বছরের পর বছর গেল-বেড়েই গেল লাজ,
কোন ভরসায় বলবো কথা, কি করেছি কাজ??
আসতো যখন পূর্নিমার রাত, আকাশ ভরা চাঁদ,
নিরব স্বপ্ন সরব হতে, বাড়তে মনে সাধ।
আসবে কবে পূর্নিমার চাঁদ, সেই আশায় থাকি,
আবার তোমায় চাঁদ দেখাবো,- নিদ্রাহারা পাখি।
কদম ফুল কি চাইবে তুমি, আগের মতন করে?
তোমার চাওয়ার হাওয়া দিয়ে করবে নড়বড়ে??
বর্ষা আবার আসছে চলে, ভাবছে আবার মন,
কদম ফুলের গুচ্ছ দিতে, দিব নিমন্ত্রণ??
ভাবি যখন লিখবো আমি, তুমিই মনে হও,
কবিতার কেন্দ্র তুমি, _অথচ পাঠক তুমি নও।
পাঠক যদি হতেই তুমি, পড়তে মোর লেখা,
নির্বাক কথা লেখাই ছিল__খুজে পেতে দেখা।
"ভাবিও না মনে মনে, এও কি প্রেম জানে,--
ভাবনা চিন্তা আজব জিনিস, ব্যাক্তি -বস্তু নাহি মানে।"
কালের কোন কালেই তুমি বুঝবে মোর কথা,
নিরব বস্তু সরব হবে, ভাঙবে নীরবতা।
সেই আশাতেই যাচ্ছে সময়, শুকায় চোখের জল,
"পূর্নিমার চাঁদ আসবে আবার," -- এটুকুই সম্বল।