মেঘে ঢাকা আকাশ, দুঃখের পাহাড়,
হৃদয় জুড়ে শুধু হাহাকার।
আজ তারা পথহারা, দিশেহারা,
অন্ধকারে পথ খুঁজে ফেরে বারংবার।
বিষন্নতার দীর্ঘ শ্বাসে বেকল হৃদয়,
না পাওয়ার ব্যথায় নিঃসঙ্গতায় ভরপুর।
একাকীত্বের ভারে বোঝাই জীবন,
দুঃখের সমুদ্র কি তবে দুনিয়ার মূর্ত রূপ?
তবে কেন এই তারুণ্য আজ নির্বিকার?
ইচ্ছার প্রখর আলোয় মন হোক উজ্জ্বল।
মুসাফির হয়ে ছুটে যাও রবের পথে,
সেখানেই তো মুক্তি, সেখানেই তো সম্ভাবনা।
তারুণ্য আবার খুঁজে পাবে আপন আলো,
যদি আশা হয়ে ওঠে দৃঢ়তার প্রতীক।
আঁধার কেটে যাবে, রবে শুধু নূরের দিশা,
রবের পথে হোক তারুণ্যের সফল বিজয়।
তারুণ্য
— সাদ্দাম হোসেন বিন উসমান
একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঈসায়ী / সাতাইশ জুমাদাল আখিরাহ চৌদ্দশত ছেচল্লিশ হিজরি।