চোখের কোণে অশ্রু ঝড়ে
বেদনার খত বুক হৃদয়ে।
তবুও মানুষ শান্ত থাকে
জীবন টাকে সঙ্গী করে।
ঝর্ণার বয়ে চলা নদীতে পাথর থাকে
ঝর্ণার পানি বেয়ে চলে পাথরের উপর দিয়ে।
মানুষ ও ঠিক তেমন!
নিজেকে পাথর করে
বিষাদের অশ্রু জল ঝর্ণার চোখে
বুক হৃদয়'কে ভাসিয়ে তুলে।
বেদনার ক্ষত বুক হৃদয়ে
~ সাদ্দাম হোসেন বিন উসমান