সাদ্দাম হোসেন বিন উসমান
মৃত্যুর ও একদিন দিন শেষ হয়
এই জরাজীর্ণ দেহে
একটি প্রাণ শুধু আকাঙ্খা বাড়ায়!
সে ও জানে আমিও একদিন থাকবো না
এই নিশাচর আবেশের প্রাণ কেন্দ্রে।
একটি রুহের কত খানি দাম?
কেউ কি তা আজো জানে?
যে প্রাণের স্পন্দন রবের ইশারায় চলে
তা কেবল রবের একমাত্র দয়া।
যে রুহ থাকলে মানুষ টা হয় জীবিত
দেহ থেকে বের হলে সেই একই মানুষ হয় মৃত।
মৃত্যু? এটা পৃথিবীর এক দীর্ঘতম শ্বাসের নাম
যা মানুষ ভেবে চিন্তা করে অনিশ্চিত দিনে প্রস্থান করে।