চব্বিশের ধারে  করা যত ভুল
রব চাই তোমারি কাছে ক্ষমা!
পঁচিশের  শুরুতে চাই তোমারি করুণা
যত হাহাকার বেদনা আছে দাও দূর করে।
হাসি খুশিতে যেনো কাঁটে দিন বা রাত
পরিবার পরিজন প্রতিবেশী নিয়ে।
পাওয়া না পাওয়া সকল যাতনা ভুলে
তোমারি দেওয়া আয়ুতে জীবন কাটুক শান্তিতে।

খনি কের জীবনে নেই কোনো ভরসা
তবে কোনো এতো অহেতুক অহংকার!
হৃদয়ে হৃদয়ে হোক আলিঙ্গন!
মোহাব্বত মিলে মিশে হোক মানবতা।


চব্বিশের সকল ভুল
~ সাদ্দাম হোসেন বিন উসমান