বেকার বলে ঠাট্টা করে
ঐযে মেয়ের মা।

পড়া শোনা কে বেকার বলে
ছোট্ট ছেলেরা ।

পড়তে গিয়ে বলে তারা
বেকার বানতে যাচ্ছি মোরা ।

মোড়ের দিকে তাকিয়ে বলে
বসে আছে ওই সব ছেলে।
পড়ে শুনে বেকার হয়েছে
ক্লাব গুলো সচল করেছে।

পড়া লেখা করবে তারা
বড় লোকের ছেলে যারা।

চাকরি পেতে এত ঘুস দিতে হয়
আমার বাবার তাযে নাই।

তাই তো বলি পড়া ছেড়ে
যোগ দিতে যাবো রাজনীতিরে।

মোটরসাইকেল ফ্রীতে পাবো
ঘুসের টাকা মোরা নেবো।

দাদা বলে ডাকবে সবাই
এটা পড়া ছাড়া ও হওয়া যায়।


পড়ে আবার কি হবে
চাকরগিরি করতে হবে।

টাকা মোরা জোর করে নেবো
মোদের মতে দেশ চালাবো।

পুলিশ মোদের ধরে নিয়ে যাবে
কালকে আবার ছেড়ে দেবে।

না হলে ভারত বন্ধ ডাকবো মোরা
ভয়যে মোদের করে ওরা।

পড়া লেখাকে বেকার বলে
বলছে আজ ছেলের দল।
এ.সি. ঘরে বসে বলে
সবাই তোরা স্কুলে চল।

তোদের দেখিয়ে টাকা ছাপায়
তাই এরোপ্লেনে প্রচারে যায়।

বলছি তোদের পড়তে আমি
চাকরি দেবো এটাতো বলিনি।

উন্নয়নে আমরা আছি
কারখানা গুলো বন্ধ করেছি।

জায়গা মোরা দেবোনা নিতে
উন্নয়ন, করবো মোরা আকাশেতে।

এমন যদি হতে থাকে
পাবেনা যে, পড়ার ছেলেকে।

এমন প্রথা রুখতে হবে
উন্নত দেশকে দেখতে হবে।
শিল্প মোদের গড়তে হবে
ঘুস প্রথা বন্ধ করতে হবে।
বেকার সংখ‍্যা কমাতে হবে
এদেশের মাটিতে।

পড়বে তখন সবাই খুসে
যাবেনা কেউ ঘুস দিতে।

থাকবে না আর দাদাগিরি
ভাববে তখন নিজের কাজ নিজে করি।